২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচন নিয়ে ভুল তথ্য নিয়ন্ত্রণ করবে ওপেনএআই

-

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গোটা বিশ্বে নির্বাচনসংক্রান্ত ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই। এর পাশাপাশি নির্বাচনসংক্রান্ত তথ্যের উৎস নিয়ে স্বচ্ছতা বাড়ানোর দিকেও নজর রাখার কথা জানিয়েছে কোম্পানিটি। এ লক্ষ্যে কোম্পানিটি ক্রিপ্টোগ্রাফি ব্যবহারের কথা বলছে, যার মানদণ্ড তৈরি করেছে অলাভজনক সাইট ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেনটিসিটি’। এর লক্ষ্য হলো, ওপেনএআইয়ের টেক্সট টু ইমেজভিত্তিক জেনারেটিভ এআই ব্যবস্থা ‘ডাল-ই’ যেসব ছবি তৈরি করে, সেগুলোর উৎস খুঁজে বের করা।
গত বছরের সেপ্টেম্বরে ‘ডাল-ই’র তৃতীয় সংস্করণ উন্মোচন করেছিল ওপেনএআই, যেখানে আগের সংস্করণের সক্ষমতাকে আরো উন্নত করার পাশাপাশি ব্যবহারকারীদের চ্যাটজিপিটি অ্যাপের মধ্যেই বিভিন্ন ছবি তৈরির সুযোগ করে দিয়েছিল।

স্বচ্ছতার নতুন এ পদ্ধতিটিকে তুলনা করা যায় গত মাসে গুগলের প্রকাশিত নির্বাচনী কনটেন্ট কৌশলের সাথে, যেখানে এআইয়ের তৈরি ছবি ও অডিওতে ডিজিটাল জলছাপ যোগ করার কথা বলেছে গুগল। আর ওপেন এআইয়ের এ কৌশলকে গুগলের এআই গবেষণা কোম্পানির ‘ডিপমাইন্ড’ তৈরি ‘সিনথআইডি’ টুলের চেয়ে ভালো না হলেও প্রায় একই রকম প্রযুক্তি বলাই যায়।
এর পাশাপাশি মেটার এআই ইমেজ জেনারেটর থেকে তৈরি কনটেন্টেও এ ধরনের অদৃশ্য জলছাপ যোগ করা হয়। তবে, নির্বাচন সংশ্লিষ্ট ভুল তথ্য ঠেকানোর ক্ষেত্রে নিজস্ব কৌশল এখনো প্রকাশ করেনি কোম্পানিটি।
ওপেনএআই বলছে, তারা শিগগিরই সাংবাদিক, গবেষক ও বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে নিজস্ব শ্রেণিবিন্যাসকারী ব্যবস্থা তৈরির বিষয়ে মতামত নেবে। একইভাবে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা রিয়েল-টাইম সংবাদের বিস্তারিত লিংক দেখার সুযোগ পাবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।

 


আরো সংবাদ



premium cement